মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

by | এপ্রি ৪, ২০২৩ | ঝিনাইদহ | ০ comments

হরিণাকুণ্ডু( ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রায় দশ বিঘা জমির পানের বরজে আগুন লেগে ১২ জন কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নতীডাঙ্গা গ্রামের স্কুল পাড়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের মো:কামাল হাজী,
বাবলু, সাকির মাষ্টার, ইউনুস হোসেন, ইসরাফিল,
আশির উদ্দীন, কুরবান আলী, রিপন, রাজিব, খায়রুল সহ প্রায় ১২ জন কৃষক।

নতীডাঙ্গা গ্রামের কামাল হাজী নামে এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, হঠাৎ বিকালের দিকে এক কৃষকের পানের বরজে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। সাথে সাথে জমিতে এসে দেখতে পাই ১২ টি জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি ধারণা করছেন।

এদিকে তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নতীডাঙ্গা গ্রামের পান চাষীদের বরজে আগুন লাগায় আমি অত্যন্ত ব্যাথিত। ঘটনাটা যে ভাবেই ঘটুক এটা ন্যাক্কারজনক ঘটনা।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে আমাদের ফায়ার সার্ভিস স্টেশন বেশ দূরে। তবে ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের দমকল কর্মী যাওয়ার পূর্বেই স্থানীয় জনগন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। 

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *