ঝিনাইদহে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি! না বুঝে কাজের জন্য চোরের সাথে গিয়ে পিটুনি খেলো দিনমজুর রফিকুল

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল কেনার কথা বলে চালিয়ে টেষ্ট করতে যেয়ে আন্তজেলা চোর চক্রের সদস্য মোকাদ্দেস নামে এক চোর উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে! এসময় অভিনব কায়দা ব্যবহার করে সাথে নিয়ে যাওয়া দিনমজুর রফিকুলকে মোটরসাইকেল মালিকের কাছে বসিয়ে রাখা হয়। পরে মোকাদ্দেসের ফিরে আসার অপেক্ষায় থাকা সহজ সরল ঐ দিন মজুর রফিকুলকে চোর চক্রের একজন ভেবে তাকে আটক করে ব্যপক মারধর করা হয়েছে।

এমনই অভিযোগ তুলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী রফিকুল সংবাদ কর্মীদের জানান, গতকাল ২৩ জুলাই সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় থেকে মোকাদ্দেস নামে ঐ ব্যক্তি কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে যায়। সেখান থেকে আগে থেকেই কথা হয়ে থাকা জনৈক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কেনার কথা বলে চালিয়ে টেষ্ট করতে যেয়ে মোকাদ্দেস আর ফিরে আসেনা । ভুক্তভোগী রফিকুল সংবাদ কর্মীদের আরও জানান, মোকাদ্দেস মোটর সাইকেলটি চালিয়ে দেখে আসি বলে আমাকে মোটর সাইকেল মালিকের কাছে বসে থাকতে বলেন। কিন্তু মোকাদ্দেস মোটর সাইকেল নিয়ে পরে আর ফিরে না আসায় মোটরসাইকেল মালিকেরা আমাকেও চোর সন্দেহে আটক করে। রফিকুল বলেন, আমাকে আটকের পর স্থানীয়রা তাকে বিড়ির আগুন ও গরম রডের ছ্যাকা এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পায়ের আঙ্গুল ভাঙাসহ অমানুষিক ভাবে নির্যাতন শুরু করলে আমি একপ্রকার জ্ঞানহারা হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে দেখি আমি ঝিনাইদহ সদর হাসপাতালে আছি।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম জানিয়েছেন,খবর পেয়ে সদর হাসপাতালে থাকা রকিফুলের জবানবন্দি নেওয়া হয়েছে।
বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top