ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমীন (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিনাকুন্ডু- ঝিনাইদহ সড়কের কাপাশহাটিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় তার একটি পা ভেঙ্গে গেছে। আল আমিন ঐ গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হরিনাকুন্ডুর দিক দিয়ে দ্রুতগামী একটি পালশার মোটরসাইকেল এবং ঝিনাইদহর দিক দিয়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌছালে ইজিবাইক ক্রস করতে যেয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আলামিন নামের ছেলেটির মাথা সহ শরিরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। সেসময় তার ডান পায়ের পাতার উপর থেকে ঝুলতে দেখা যায়। তাকে চিকিৎসার জন্য দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার বিষয়যটি স্থানীয় কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু নিশ্চিত করেছেন।