ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে যশোর জোনের পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে বিনামূল্যে ৭’শ দরিদ্র ও অসহায় মানুষের প্রথমিক চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে পিএমকে’র সদর শাখায় স্বাস্থ্য কার্যক্রম এর ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে প্রথমিক চিকিৎসা, ঔষধ ও পাওয়ার চশমা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিএমকে’র যশোর জোনের উপ-পরিচালক ফিরোজ আল মামুন। এছাড়াও প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মনিরুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফয়েজুন নেছা (রুনু), মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাহিদ হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ লিমন মিয়াসহ পিএমকে’র ঝিনাইদহ এরিয়া ম্যানেজার হারুনার রশিদ, সদর শাখা ব্যবস্থাপক মোঃ দেলশাদ আলী, যশোর জোনের আইটি অফিসার রোমান মিয়া, জোনাল একাউন্ট অফিসার সাইফুল ইসলামসহ শাখার সকল স্টাফগণ।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top