শৈলকুপা (ঝিনাইদহ) থেকে-

ঝিনাইদহের শৈলকুপা থানায় সুদখোর হিসেবে পরিচিত মো.জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন মোছা সাহিদা খাতুন (৩৮) নামের এক নারী।

অভিযোগে উল্লেখ করা হয়, “প্রায় দুই বছর আগে  হরিহারা গ্রামের মো. ইখতারের স্ত্রী সাহিদা একই গ্রামের জাহাঙ্গীরের কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ওই টাকার মূল পরিমাণসহ সুদ পরিশোধ করেন।

তবে সম্প্রতি জাহাঙ্গীর হোসেন আরও ৯৪ হাজার টাকা দাবি করতে থাকেন। সাহিদা অভিযোগ করেন যে, তাকে হুমকি দেওয়ার পর তিনি ভয়ে তাকে এক লক্ষ টাকা প্রদান করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর রাত ৮ টার দিকে জাহাঙ্গীর সাহিদার বাড়িতে গিয়ে আবারও ওই টাকার দাবি করেন। সাহিদা টাকা দিতে অপারগতা জানালে জাহাঙ্গীর তাকে অপমান করেন।

এরপর ২৪ অক্টোবর, সাহিদার ছেলে সুবানের সাথে দেখা হলে জাহাঙ্গীর তার কাছেও টাকা দাবি করেন এবং অস্বীকৃতি জানালে হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে সাহিদা জানান, আনুমানিক ০২ বছর পূর্বে সুদে ব্যবসায়ী জাহাঙ্গীর নিকট থেকে ১০ হাজার টাকা ধারে নিই।পরবর্তীতে আমি তাঁর আসল টাকাসহ সুদ পরিষোধ করি।পরে সুদখোর জাহাঙ্গীর আমার কাছে  টাকার দাবী করে খুন জখমের হুমকি দিলে আমি ভয়ে তাঁকে আরো ১ লক্ষ টাকা প্রদান করার পরেও পরবর্তীতে  আমার নিকটে আরো ৯৪ হাজার টাকার দাবী করে আসছে।এরই ধারাবাহিকতায় (২৩ অক্টোবর) রাত আনুমানিক ০৮.০০  টার সময় সুদখোর জাহাঙ্গীর  আমার বাড়ীর উপরে আসে এবং আমার নিকটে উক্ত ৯৪ হাজার টাকা দাবী করে, আমি  টাকা দিতে অপারকতা জানালে আমাকে পূর্বক তুলে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরের দিন (২৪ অক্টোবর) আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের সময় শৈলকুপা বাজারে আমার ছেলে সুবান এর সাথে জাহাঙ্গীরের দেখা হলে আমার ছেলের নিকটে টাকা দাবী করে। তখন আমার ছেলে টাকা দিতে অস্বীকার করায় জাহাঙ্গীর আমার ছেলেকে যেখানে পাবে সেখান থেকে ধরে খুন জখম করবে মর্মে হুমকি প্রদান করে।

এ বিষয়ে শৈলকুপা থানার (ওসি) তদন্ত অফিসার  এস.এম. রিয়াজুল হাসান বলেন, “এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে”। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top