আওয়ামী লীগ একটা বিষধর সাপ এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবেনা: ঝিনাইদহে রাশেদ খান

সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহে গণ অধিকার পরিষদের আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একটা বিষধর সাপ এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবেনা। ঝিনাইদহের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের সহচর যারা জেলার বিভিন্ন মানুষের অত্যাচার, নির্যাতন করে জিম্মি করে রেখেছিলেন, তারা আজ অবাধে ঘুরে বেড়াচ্ছে। কাদের আশ্রয় প্রশ্রয়ে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নামধারী খুনি দলের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এই আওয়ামী নামধারীদের নির্বাচনে অংশ গ্রহন করতেও দেওয়া হবে না। যদি তাদের নির্বাচনে অংশ গ্রহন করতে দেওয়া হয়, তবে চব্বিশের গণ আন্দোলন ব্যর্থ হবে। সেই সাথে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। অতএব আমরা শহীদদের সাথে বেইমানি করতে পারবো না।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের আইএইসটি সংলগ্ন মগবুল হোসেন কমিউনিটি সেন্টারে গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মতের পার্থক্য থাকতেই পারে, এনিয়ে আমরা সমালোচনা করবো। তবে আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করবো।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে আলোচনা ও দোয়া শেষে প্রায় ৫ শতাধিক অতিথি রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top