যশোরে মাদানী হজ কাফেলার হাজী সম্মেলন ও প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

যশোরে মাদানী হজ কাফেলার হাজী সম্মেলন ও প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত |

যশোর সংবাদদাতা : মাদানী হজ্জ কাফেলার উদ্যোগে ২০২৫ সালের হজযাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য হাজী সম্মেলন ও প্রশিক্ষণমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, (৩রা মে) যশোর শহরের পার্ক ভিউ হোটেল মিলনায়তনে মাদানী হজ্জ কাফেলার পরিচালক আব্দুল মতিন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ঐতিহ্যবাহী দরাটানা মাদ্রাাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম মাওলানা আনোয়ারুল ইসলাম , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আলহাজ্ব সাখাওয়াত হোসেন, রেল স্টেশন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা আব্দুর রহমান , মুফতি মাওলানা মাসুদুর রহমান নোমানী প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, হজ্জ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। তাই হজ্জ পালন করার পূর্বে প্রত্যেক মুসলিমের উচিত শরয়ী বিধান, আদব এবং হজ্জের মাসায়েল ভালোভাবে জেনে নেওয়া। তাই এই প্রশক্ষণ ও দিকনির্দেশনামূলক সেমিনারের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বক্তারা হজ্জের প্রস্তুতি, ইহরাম বাঁধার নিয়ম, হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ, আরাফার ময়দান, মুজদালিফা, মিনার কার্যক্রম এবং হজ্জের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। হাজীদের মাঝে হজ্জবিষয়ক দিকনির্দেশনা মূলক বুকলেট ও লিফলেট বিতরণ করা হয়।
মাদানী হজ্জ কাফেলার মোয়াল্লম আব্দুল মতিন বিশ্বাস জানান, হাজীদের সঠিক শরয়ী জ্ঞান, হজ্জের নিয়ম-কানুন ও আদব সম্পর্কে ওযয়াকিফহাল করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। যাতে করে হাজীগণ নির্ভুলভাবে হজ্জের সব কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
হাজী সম্মেলনে আগত হজ্জযাত্রীরাও এই আয়োাজনের জন্য মাদানী হজ্জ কাফেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মন্তব্যে উঠে আসে এই ধরনের প্রশিক্ষণমূলক সেমিনার হজ্জযাত্রীদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং উপস্থিত হজ্জযাত্রীদের জন্য মাগফিরাত ও হজ্জের কবুলিয়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ।
উল্লেখ্য, মাদানী হজ্জ কাফেলার প্রতিবছর নিয়মিতভাবে এই ধরনের হাজী প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করে থাকে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top