ঝিনাইদহ প্রতিনিধি-
এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ’র মাতা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মরহুমা রওশন আরা বেগম দীর্ঘদিন থেলাসেমিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
ফয়সাল আহমেদ’র মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেস ইউনিটিসহ ফয়সাল আহমেদ’র সহকর্মীরা। তার নামাজের জানাজা আজ রোববার বাদ মাগরিব নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হতে পারে বলে জানা গেছে। ফয়সাল আহমেদ তার মায়ের জানাযায় সকলকে উপস্থিত হয়ে দোয়া কামনা করেছেন।