ঝিনাইদহে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় নিয়ে নকল নবিসের আলোচনা ও মতবিনিময় 

ঝিনাইদহ প্রতিনিধি- 

ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবিস দাবি আদায়ে আন্দোলন পরবর্তী করণীয় বিষয় নিয়ে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি এন্ড রিসোর্ট পার্ক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের সকল জেলার নেতৃবৃন্দরাসহ আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জেলার সমন্বয়ক জাকির হোসেন ও খুলনা-বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় নকল নবিস দাবি আদায় পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ আলী আকবর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার, সহ-সভাপতি মোঃ এনামুল হক রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় নকল নবিস দাবি আদায় পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আকবর। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ মাসুদ রানা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবু বক্কর, মোহাম্মদ নাজমুল শাহাদাত শিমুল, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লাবলু হোসেন, মোঃ আনোয়ার জাহিদ পিয়াস, মোঃ সোহেল মাহমুদ, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

সেসময় বক্তারা বলেন, আন্দোলনের প্রথম ধাপ তারা পার করেছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তারা।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top