ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি পরিষদের আয়োজনে মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়েছে। চলমান প্রথম রাউন্ডের খেলায় শনিবার বিকেল ৪টার সময় ভুটিয়ারগাতী উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব বনাম মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আহসান কবির রওনক, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান সমেন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল ইসলামসহ অন্যান্যরা। খেলা পরিচালনা করেন, রেফারি শেখ মোহাম্মদ বেলাল হোসাইন। খেলায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মোঃ তামিম হোসেন। খেলা শেষে প্রধান অতিথি তামিমের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, গত ১ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ খেলা চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top