ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের মা বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৮ ফেব্রয়ারী) সকাল ৬ টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সন্তানাদীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের মৃত আয়ুব হোসেনের সহধর্মিণী। মৃত্যুর সময় তার বয়স সত্তরোর্ধ্ব ছিল বলে জানা গেছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জুনিয়র সাংবাদিকদের মুখে গুরু খ্যাত, সিনিয়র এই সাংবাদিকের মায়ের মৃত্যুর খবর শুনে, শোক বার্তায় নেট দুনিয়া ভারি হয়ে ওঠে! ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক আসিফ ইকবাল কাজল তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে শনিবার বাদ আসর তার নিজ গ্রামে মরহুমার নামাজের জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।