স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি-
স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপিত ও ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এ শোভাযাত্র বের করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্য্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র‌্য্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জাগায় এসে শেষ হয়। র‌্যালীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।
সেসময় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার হরণকারী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। এটি বিএনপি এবং গণতন্ত্রপ্রিয় জনগণের যৌথ বিজয়।” তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের মতামত ও অধিকারকে পায়ে দলে ক্ষমতায় ছিল। তাদের পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।” বক্তারা আগামীতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top