ঝিনাইদহ প্রতিনিধি-
আগামী ১৮ই ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা তথ্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, এ্যাড. বদিউজ্জামান বদি, সমবায় কর্মকর্তা রুহুল আমিন ও এ্যাড. আসাদুজ্জামান আসাদ।
নির্বাচনে বেলোটের মাধ্যমে সকল সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার সন্ধ্যায় জেলা শহরের হাসান ক্লিনিকের সামনে অবস্থিত ইউনিটটির অস্থায়ী কার্যালয়ে এ সংক্রান্ত বিষয় নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা ও জেলা রিপোর্টাস ইউনিটির প্রধান নির্বাচন কমিশনার আবু বকর সিদ্দিক, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ ও ইউনিটির সকল সাংবাদিকগণ।
এসময় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সাংবাদিকদের সামনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য: আগামী ১৮ই ফেব্রুয়ারী-২৩ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।