মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে স্বামী স্ত্রীর একসাথে আত্নহত্যার চেষ্টা

by | সেপ্টে ৭, ২০২২ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক দ্বন্দ্ব কে কেন্দ্র করে স্বামীকে বিষ পানে আত্নহত্যা করার চেষ্টা করতে দেখে স্বামীর মুখ থেকে বিষের বোতল কেড়ে নিয়ে নিজেও আত্নহত্যা করার চেষ্টা করেছে বলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী ঐ দম্পতিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির করার পর স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০) গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের জনৈক পিতার কন্যা রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু অদ্যবদি তাদের বিয়ের বিষয়টি কনে পক্ষ মেনে নেয়নি। এ নিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহের জেরে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এরপর স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *