
ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং প্রধান আলোচক ছিলেন, ঝিনাইদহ সদর থানা বিএনপি‘র সভাপতি এড. কামাল আজাদ পান্নু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান সাজু, শৈলকুপা জাসাসের আহবায়ক নূরুল আমিন নান্নু, ইমরান হায়দার রাজা, হুমায়ূন কবীর মিরণ প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা করেন, জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথি জাহিদুজ্জামান মনা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন দেশের ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকারের দমন পিড়নের বিরুদ্ধেও সোচ্চার রয়েছে সংগঠনের নেতা কর্মীরা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এবং অঙ্গ সংগঠন হিসেবে ২৭ ডিসেম্বর জাসাস আত্মপ্রকাশ করে। তিনি বলেন, বর্তমান এই সৈরাচার সরকারের পতন ঘটাতে জাসাস কে আরো শক্তিশালী হতে হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে রাজ পথের আন্দোলনে সক্রিয় থাকতে হবে। প্রধান আলোচক এড. কামাল আজাদ পান্নু বলেন, দেশের শিল্পি, সাহিত্যিক,সাংবাদিক, বুদ্ধিজীবীরা তাদের লেখনি, গান, কবিতা, গণসঙ্গীত দিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে জাগ্রত করেছেন। বর্তমানে জাতীর এই দুর্দিনে জাসাসের প্রত্যেক নেতা কর্মীরাও বলিষ্ঠ ভূমিকা রাখবে। সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, ঝিনাইদহ জেলা জাসাস আগামী দিনের আন্দলন সংগ্রামে ব্যাপক কর্মসূচী নিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।