ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর (অবঃ) মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস খান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।