ঝিনাইদহে র‌্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ; ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর থেকে সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ প্রতিষ্ঠানকে অর্থদণ্ডও প্রদান করা হয়। সোমবার (২২ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ও ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযানটি পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, ঝিনাইদহ সদর উপজেলার হাঁটগোপালপুর বাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইনে মেসার্স মঞ্জুরুল পি,পি,আর এর প্রতিষ্টানের মালিক লাবনী আক্তার(২৫) কে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ১৬০ কেজি পলিথিন উদ্ধার পূর্বক তা ধংস করা হয়।

র‌্যাব আরও জানান, অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ, বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT