ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মোঃ কামরুজ্জামান(৩৩) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোলপাড় পুটিয়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে।
র্যাব এক তথ্য বিবরণীতে সাংবাদিকদের জানায়, মোসাঃ সুমাইয়া (১৫) নামে এক কিশোরী ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকায় তার মামা ডাঃ মোহাম্মদ মুরাদুল ইসলামের ভাড়া বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি তার সন্তানদের দেখাশোনা করতো। অপরদিকে আসামি কামরুজ্জামান ঐ ডাক্তারের বোন ডাঃ আয়েশা সিদ্দিকার ব্যক্তিগত গাড়ী চালক। তাদের বাসা একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে হওয়ায় আসামী নিয়মিতভাবে বিভিন্ন কাজের সুবাদে ঐ বাসায় যাতায়ত করতো। কামরুজ্জামান বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। কিন্তু নিজের বিবাহের কথা গোপন রেখে বিভিন্ন সময় সুমাইয়াকে বিয়ের প্রলোভন দেখাতো। একপর্যায় গত ৯ মে রাত আনুমানিক ৮টার দিকে সুমাইয়ার মামার বাসা থেকে কৌশলে সুমাইয়াকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এবিষয়ে সুমাইয়ার মামা ডাক্তার মোহাম্মদ মুরাদুল ইসলাম বাদী হয়ে কামরুজ্জামানের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব জানান, মামলার পর কামরুজ্জামান কে গ্রেফতারের উদ্দেশ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহের হাট গোপালপুর এলাকায় অজ্ঞাত ব্যক্তির অবস্থান সনাক্ত করেন। গত বৃহস্পতিবার (২৩ মে) র্যাব-৬ গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী কামরুজ্জামান হাট গোপালপুর নিজ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সেখানে অভিযান পরিচালনা করে সুমাইয়াকে উদ্ধারসহ অপহরণকারী কামরুজ্জামান কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামীকে ডিএমপি ঢাকা জেলার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-৬।