সোমবার ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

by | ফেব্রু ১১, ২০২৩ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রশিদ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১১ টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদ জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের গনি মন্ডলের ছেলে। সে বাইপাস রাস্তার পাশে অবস্থিত ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতানের বাসায় ভাড়া থাকতেন।

স্বজনরা জানান, গত শুক্রবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাইপাস রোডের নোবেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে সে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে সাতক্ষীরা থেকে আগত একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও অবস্থার পরিবর্তন না দেখে, শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে যমুনা সেতুর মাঝামাঝি পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমানকে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *