ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহে সাপের কামড়ে মোঃ বদিউজ্জামান এপো (৫০) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার এস্তেকাপুর গ্রামের বাসিন্দা এবং মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্বজনদের কাছে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পুকুর পাড় থেকে তার পায়ে কোন কিছূতে কামড় দিয়েছে বলে তিনি অনুভব করতে পারে। কিন্তু সে সময় বিষয়টির উপর তেমন গুরুত্ব না দেওয়ায় পরিবারকে কিছু জানায়নি। পরে ধীরে ধীরে বিষের রিঅ্যাকশনে কাতর হয়ে যেতে লাগলে স্বজনদের ঘটনা সম্পর্কে খুলে বলেন। স্বজনরা ঘটনার বিষয়ে অবগত হয়ে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন !
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্বজনদের কাছে এমনটি জানা গেলেও এ ঘটনার সাথে অন্যকিছু জড়িত আছে কিনা তা প্রসাশনের ক্ষতিয়ে দেখা উচিত বলে মনে করছেন সচেতন মহল।
তবে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ আরও জানান সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে না পৌছালে রোগীর জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন সদর থানার ওসি সেখ মোঃ সোহেল রানা।