ঝিনাইদহ প্রতিনিধি-
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩ টি আসনে নৌকা এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। তিনি পেয়েছে ৯৫ হাজার ৬শ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭’শ ২৮ ভোট।
ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মোঃ সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯শ ৯ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯’শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।