ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহ সদরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মীর বর্ষাকে মিষ্টি মুখ করিয়েছেন তার কর্মী সমর্থকরা। শুক্রবার (১০ মে) রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডের কালিকাপুর বটতলায় মোঃ এসেরের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মোঃ কামরুজ্জামান প্রিন্স, ব্যাংকার মোঃ নজরুল ইসলাম, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন এবং মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরাসহ শতাধিক কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে স্থানীয় কর্মী সমর্থকরা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর বর্ষাকে মিষ্টি মুখ করান। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি মনের অনুভূতি প্রকাশ করেন এবং তার কর্মী সমর্থকসহ উপজেলা বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও কালিকাপুর বটতলায় এলাকাবাসীর উপস্থাপনায় মোঃ এসেরের নেতৃত্বে একটি আঞ্চলিক অফিস ঘোষণা করা হয়।