ঝিনাইদহ প্রতিনিধি-
বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার রাতে ঢাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লার হাতে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন, প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ।
সভাপতি সাজিদ মাহমুদ বলেন, বন্যার্তদের জন্য আমরা শুরু থেকেই কাজ করছি এবং আমাদের লক্ষ্য ছিলো বন্যা পরবর্তী ধাপ নিয়ে কাজ করা। যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সম্ভব বলে মনে হয়েছে।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন গত ৫ বছর যাবৎ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে এবং পূর্বের চেয়ে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য ও প্রিয় সংগঠন হিসাবে বিবেচিত হয়েছে বলে আমি মনে করি।
নতুন স্বাধীন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণ সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এসেছে। এই দূর্যোগে প্রগতি পরিবারের পক্ষ থেকে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়ে সহযোগিতা করায়, সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।