শৈলকুপায় এলজিইডির রাস্তায় হরিলুটের অভিযোগ

অনলাইন ডেস্ক-

মাত্র ৪কিলোমিটার সড়ক পাকাকরণে চলছে বড় ধরনের অনিয়ম-দুর্ণীতি, যেন সরকারী মাল দরিয়ামে ঢাল অবস্থা। নিন্মমানের ইট-বালি ও খোয়া দিয়ে করা হচ্ছে রোলার, বরাদ্ধের সবটুকু অর্থই চলে যাচ্ছে লুটপাটের খাতায় ! নেই কোন তদারকি। এমন অভিযোগ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ি মোড় থেকে কচুয়া বাজার পর্যন্ত। ৪ কিলোমিটার এলজিইডির এ সড়কের পাকাকরণ কাজে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে দেখা গেছে, শুক্রবার দিনভর রাস্তার রোলারের কাজ চলছে, কিন্তু এলজিইডির কোন উপ-সহকারী প্রকৌশলী সেখানে নেই ।

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রতিবেদক কে জানান, এই কাজে দেখভালের কোন নিয়োগ বা নির্দেশনা নেই। তাই তারা কাজের সম্পর্কে বলতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা সাজেদুর রহমান ও মফিজ উদ্দিন জানান, খুবই নিন্মমানের ইট-বালি আর খোয়া দিয়ে রাস্তার কাজ হচ্ছে। অবিলম্বে এমন কাজ বন্ধের দাবি তাদের।

রাস্তার এই কাজের ঠিকাদার জালাল উদ্দিন জানান, কাজের মান ঠিক আছে। কোন ধরনের অনিয়ম বা দুর্ণীতি হচ্ছে না।

এলজিইডির শৈলকুপা উপজেলা প্রকৌশলী রুহুল আমিন জানান, রাস্তার কাজ তদারকির জন্য কর্মকর্তা আছে। তবে এই কাজের ব্যাপারে আজ কিছু জানাতে পারবোনা না, রোববার জানাতে পারবো।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT