ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা থেকে দেশীয় তৈরি অস্ত্র সহ মোঃ শামছুজ্জামান (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সেখপাড়া এলাকার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামসুজ্জামান পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে।
র্যাব এক বার্তায় সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ঐ এলাকায় কতিপয় এক ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনার লক্ষ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। সেসময় শামসুজ্জামান নামে এক ব্যক্তির দেহ তল্লাশিকালে, তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪রাউন্ড তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে স্থানীয় শৈলকুপা থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় বলেও জানান র্যাব।