নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় মাহদী নামে ৩ বছরের এক শিশু বাচ্চাকে হত্যার অভিযোগ উঠেছে বাচ্চাটির মা মিম খাতুনের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটে উপজেলায় ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে।
জানা গেছে, নিহত মাহদীর পিতা সজীব ইসলাম শেখপাড়া বাজারের একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি জানান, আমি বাজার থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পরেও আমার স্ত্রী দরজা খুলছিলনা। পরে বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পাই আমার ছেলে ঝুলে আছে এবং আমার স্ত্রী নিজেও ফাঁসিতে ঝুলার চেষ্টা করছে। এসময় আমি চিৎকার করে উঠলে, আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দূজনকেই উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং শিশুটির মা সদর হাসপাতালে ভর্তি আছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে সব আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কি কারণে এমন হৃদয়বিদারক কাজ ঘটতে পারে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।