হরিনাকুন্ডুতে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হামিদুল ইসলাম জনি (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের মুন্সি মোবাইল হাউজ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। জনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচাও করেছেন। দুপুরে মসজিদে নামাজ পড়েছেন। 

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানায়, ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পিছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের গলাই একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT