ঝিনাইদহে প্রসুতি মৃত্যুহার রোধে ডাক্তারদের সাথে আওয়ামী লীগ নেতার মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

প্রসুতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে ঝিনাইদহে চিকিৎসকদের সাথে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা শহরের রুফরয়েল রেস্টুরেন্টে জেলা বিএমএ’র উদ্দ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ রেজা সেকেন্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ওজিএসবির সভাপতি ডাঃ হাসানুজ্জামান, ডাঃ জাহিদ আহমেদ, ডাঃ আলাউদ্দিন, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ মোজ্জাম্মেল হক সহ জেলার ২০ জন সার্জারী, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও বে-সরকারি ক্লিনিক এবং হাসপাতালে অযাচিত মাতৃ মৃত্যুতে চিকিৎসক সমাজের সাথে জেলা আওয়ামীলীগ ও বিএমএ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভেজালের কারনে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এসমস্যা উত্তোরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করা হয়।

 

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top