ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সাথে আসামী শাহিন মন্ডল ওরফে জাম্বু’র শালিসের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আসামী শাহিন মন্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পর দিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে শাহিন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০জুন আসামীর বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামী শাহিন মন্ডল জাম্বুকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। দন্ডপ্রাপ্ত আসামী শাহিন মন্ডল কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top