ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়া ৬০ কিশোরকে আটক! অভিভাবকের জিম্মায় হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে আড্ডারত অবস্থায় ৬০ কিশোরকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকি দিয়ে কুসঙ্গে মিশে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাবার সম্ভবনা থাকে এই সকল বাচ্চাদের। এছাড়াও ঝিনাইদহে উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের প্রবনতা হটাৎ বৃদ্ধি পেয়েছে।যার দরুন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঝিনাইদহ সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ মোঃ সোহেল রানার নির্দেশে এই অভিযান পরিচালিত করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ জন স্কুল পালাতক শিক্ষার্থীদেরকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের সকলকে ভালো পরামর্শ দিয়ে প্রত্যেকের অভিভাবক ডেকে তাদের জিম্মায় হস্তান্তর করেন ওসি।

সে সময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে ওরা। তাই আপনাদের সন্তানদের উজ্জল ভবিষ্যতের দিকে খেয়াল করে নিয়মিত খোঁজ খবর রাখুন।

ওসি সেখ মোঃ সোহেল রানার এমন উদ্যোগকে ঝিনাইদহবাসী ধন্যবাদ জানান।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top