ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় দন্ড প্রাপ্ত মিলন লস্কর নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে অসুস্থ অবস্থা দেখে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি কারা কর্তৃপক্ষের । সে ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।
খবরটি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার মহিউদ্দিন জানান, কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬ টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে সে। দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top