ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ! অন্তর্ভুক্ত হলো যবিপ্রবির অনুষদে

অনলাইন ডেস্ক-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুষদ হিসেবে অন্তর্ভুক্তি পেয়েছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। মঙ্গলবার (৭ মার্চ) সকালে যবিপ্রবি-র রিজেন্ট বোর্ডের ৮৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির লক্ষ্যে গত ৪ ফেব্রয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৮তম (বিশেষ) সভায় কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। সভায় উপস্থিত যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ সিদ্ধান্তে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার মান বহুগুণ বেড়ে যাওয়ায় জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। যোগাযোগ করা হলে যাবিপ্রবির রেজিষ্ট্রার মোঃ আহসান হাবিব এ প্রসঙ্গে জানিয়েছেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনুষদভুক্ত হয়েছে। তবে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত জানতে উর্ধ্বতন পর্যায়ে কথা বলার পরামর্শ দেন তিনি। জানা যায়, বর্তমানে কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হলো। এ কলেজে ৬টি ব্যাচে মোট ৩শ ৬০ জন অধ্যয়নরত রয়েছে এবং দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীরা অনুষদভুক্ত হওয়ার দাবীতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top