প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

ঝিনাইদহ প্রতিনিধি-
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৪৩) নামে একজনকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬। শনিবার গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানায়, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে, কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ৩টি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় চলতি বছরের গত ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন, যার মধ্যে আলাউদ্দিন হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বিজ্ঞ আদালত আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রাপ্ত হয়। এরপর থেকে আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার ২ সেপ্টেম্বর গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৬। র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top