ব্যক্তি উদ্দোগ্যে ছয় হাজার লোকের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন চেয়ারম্যান সিকান্দার আলী

মাসুদ রানা, মহম্মদপুর, (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর ব্যক্তি উদ্দোগ্যে ছয় হাজার গরীব অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। গত দশ বছর যাবত তিনি এলাকার গরীব অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি সহ সমাজের সব রকম মানবতার সেবায় হাত বাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ফলে রেকর্ড পরিমান ভোট পেয়ে ২০২১ সালের নির্বাচনে জনপ্রতিনিধি হয়েছেন। তিনি প্রতি বছর ব্যক্তি উদ্দোগ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট, কালভাট, অসহায়ের ঘর-বাড়ী, খেলনা সামগ্রী, ছাত্র-ছাত্রীর ভর্তি, বই পুস্তক সহ বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন। এলাকায় মানবতার সিকান্দার নামে পরিচিত।
প্রতি বছর তিনি রোজার ঈদের আগে শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকেন। এ বছর তার ব্যক্তি কর্ম ও পরিষদের কাজে ব্যস্ততার কারনে কুরবানি ঈদের পরে ০৮ জুলাই শনিবার সকালে নিজ বাড়িতে উপস্থিত থেকে ছয় হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে তিনি ইউনিয়নবাসির দীর্ঘায়ু ও সুস্থতা চেয়ে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।
শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top