হরিণাকুণ্ডুতে পুলিশের খাঁচায় আটক হলো ‘দ্বিতীয় বান্ঠা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

পুলিশের নাম ভাঙিয়ে চাদাবাজিসহ বিভিন্ন অপকর্মের দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া (লক্ষীপুর) গ্রামের শফি শাহ্ এর ছেলে ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৩ অক্টোবর ) পুলিশের বিশেষ অভিযানে আলোচিত ঐ পুলিশের সোর্সকে আটক করে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গত সোমবার ( ২ অক্টোবর ) সার্কেল এসপি’র নাম ভাঙিয়ে প্রতারনা করে ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিন্টু মালিতা ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরেও ইকবাল হোসেনকে উপজেলার বিভিন্ন স্হানে প্রকাশ্যে দেখা গেলেও তাকে গ্রেপ্তারে পুলিশের কোন তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার শিক্ষক- জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে মঙ্গলবার দৈনিক দেশের কণ্ঠ, দৈনিক কালবেলা, প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন সংবাদ প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পুলিশের সোর্স পরিচয়ে ও সার্কেল এসপি’র নাম ভাঙিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করে আসছিলেন ইকবাল। এর আগে গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার পুলিশ সুপার পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় হরিনাকুন্ডুর আরেক প্রতারক রকিবুল ইসলাম ওরফে বান্ঠাকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। হরিণাকুণ্ডু অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, পুলিশের নাম ভাঙ্গিয়ে লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় মামলা হলে তদন্তপূর্বক ইকবালকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এই প্রতারক-কে ৪২০ ধারায় গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top