হরিণাকুন্ডুতে ৯১ ব্যচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইদহ থেকে- 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯১ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলার মান্দারতলা গ্রামে আবির ফিশারীজ নামক স্থানে এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিলিটি শহরের একতারা মোড় প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরান তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর এক এক করে সকলের পরিচিতি ও সাংসারিক জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এছাড়াও ৯১ ব্যাচে যে দুইজন বন্ধু মারা গেছেন তাদের জন্য দোয়া করা হয়। যে সকল সদস্য পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারেনি তাদের শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ ৩৩ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে সকলে। জমকালো আড্ডা ও পারস্পারিক কুশলাদি বিনিময়ের পর অনুষ্ঠিত আলোচনা সভায় বন্ধুগণ তাদের মূল্যবান ও স্মৃতিচারণের পাশাপশি সাংগঠনিক বিষয়ে তাদের গুরত্বপূর্ন মতামত তুলে ধরেন। এ সময় সাবেক পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু একটি তহবিল গঠনের কথা বলেন। আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগীতার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা, পরস্পরের যোগাযোগ বৃদ্ধি করা, যার যার অবস্থান থেকে অন্য বন্ধুর যে কোন সমস্যার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করার সিদ্ধান্ত নেন তারা। আজাদ জাহান লেলিন অতিতের স্মৃতিচারন করতে যেয়ে বলেন, এই আনন্দোৎসব যেন ফিরিয়ে নিয়ে যায় স্কুল ও কলেজ জীবনে এবং কৌশরের ভালবাসা যেন আবার জাগ্রত হয় সবার মনে । মোঃ আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে এবং এসএম শরিফ লুলুর সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯১ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আজাদ জাহান লেলিন, হরিনাকুন্ডু পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহিনুর রহমান (রিন্টু), হরিনাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র মোঃ সিদ্দিকুর রহমান, হরিনাকুন্ডু পৌরসভার কমিশনার মোঃ বাবুল আক্তার, বাদল, তাইফুর, আনোয়ার, আনন্দ, রমজান, বাবু, আনিচুর, মোক্তার হোসেন মুক্তি, মতিয়ার টুকু, মখলেচুর, আনসার, হাবিব, আলম, কালাম, রেজা, হিয়া, রয়েল, রাহাজুল, মতিয়ার, মিজু, মোক্তার, পিন্টু, ফরিদ, রবিউল, শান্তনা, নাসিমা, ওবাইদুর, লুলু, রিপন, চায়না, জুথী, ইমতিয়াজ, নাজমাসহ প্রায় ৫০ জন অংশ গ্রহন করে। পরে দুপুরের খাবার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে সকল বন্ধুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top