মশিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সবুজ মিয়া, ঝিনাইদহ-

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযোদ্ধা মশিউর রহমান স্মৃতি সংসদ।

মুক্তিযোদ্ধা মশিউর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব ডাঃ ইব্রাহিম রহমান বাবুর সভাপতিত্বে উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দরা প্রয়াত নেতা মশিউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ, সাবেক এই সংসদ সদস্য গত ১ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT