ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা মামলায় স্বামী ও সতীনের মৃত্যুদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে যৌতুক না পেয়ে গৃহবধুকে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা মামলায় স্বামী ও সতীনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল চার্জশীট দাখিল করে।

দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত ঐ মামলার রায় ঘোষণা করেন। দন্ডিত আসামিরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top