নিজস্ব প্রতিবেদক-
দুটি কিডনি ৯৫% অকেজো হওয়ায় দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে মোঃ ফারুক হোসেন সাদ্দাম (২৯)। সাদ্দাম ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার মোঃ আক্তার হোসেনের ছেলে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন তাকে বাঁচাতে হলে তার একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা অত্যন্ত জরুরী। বর্তমানে হিউম্যান এইড রিসোর্স ল্যাব হাসপাতালে ডঃ মাইনুল ইসলাম (কিডনি বিশেষজ্ঞ) এর অধিনে চিকিৎসাধীন আছেন। যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সাদ্দাম হোসেনের স্বজনরা জানিয়েছেন কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য তাদের ২০ লক্ষ টাকার প্রয়োজন। সাদ্দাম হোসেন ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে এক দোকানে কর্মচারী ছিলেন, পিতা অটোরিক্সা চালক। তার পিতার যা পুজি ছিল চিকিৎসার জন্য ব্যয় করে এখন অসহায় হয়ে পড়েছেন। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা যে যার মত সাহায্য করেছেন। বর্তমানে প্রতিদিনের ওষুধ কিনে খাওয়ার মত আর্থিক অবস্থা নেই তার। আর্থিক অস্বচ্ছলতায় কিডনি প্রতিস্থাপনের এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। মে কারণে সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছন সাদ্দামের স্বজনরা।
তার ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর
বিকাশঃ 01965831845
নগদঃ 01830144985