ঝিনাইদহ প্রতিনিধি-
শ্রমিক সংকটে ধান কাটতে না পারাই ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দরিদ্র এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কণ্যাদহ গ্রামের কৃষক সোলাইমান হোসেনের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে জেলা শাখার নেতৃবৃন্দরা এ কর্মসূচি হাতে নিয়েছে। শ্রমিক সংকট ও টাকার জন্য যেসব কৃষক মাঠ থেকে ধান কাটতে পারছেন, না পর্যায়ক্রমে তাদের ধানও কেটে ঘরে তুলে দেওয়া হবে।
কর্মসূচীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আহাদুর রহমান খোকন, সদস্য সচিব রানা হামিদসহ উপজেলা ও পৌর শাখার অর্ধ-শতাধিক নেতাকর্মী অংশ নেয়।