ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা দাখিল মাদ্রাসার উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাতফেরী শেষে ভাষা শহীদ স্বরণে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন ১৫ নং কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর কাষ্টসাগরা দাখিল মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার লিয়াকত আলী,ইউপি সদস্য মিজানুর রহমান মিজু,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও মাদ্রাসার শিক্ষার্থীরা ।পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া মহফিল অনুষ্ঠিত হয়।