ঝিনাইদহ প্রতিনিধি-
“শিক্ষা ও প্রশিক্ষণের উদ্যোক্তা, অর্জয়ীতা নারীর ক্ষমতায়নের প্রথম কথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় অর্জয়ীতা নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকালে উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির প্রজেক্ট ম্যানেজার হোসনে আরা নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, খালেদা খানম এমপি, জেলা প্রশাসকের প্রতিনিধি- নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন, অর্জয়ীতার সিইও রোমানা সুলতানা, চেয়ারম্যান এস. এস. সাইফুর রহমান, দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. শাহাবুদ্দিন সাবু এবং ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিব্রীয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লক্ষে অর্জয়ীতা সামনে থেকে কাজ করে যাচ্ছে বলে জানান তারা।