ঝিনাইদহে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমুলক রিফ্রেশার প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি-

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা বিআরটিএ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা বিআরটিএ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পেশাজীবি গাড়ীচালক অংশ নেয়। প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদি হাসান, বিআরটিএ’র পরিদর্শক প্রকৌশলী এস এম সবুজ এবং ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চালকদের সড়ক দুর্ঘটনা রোধে করনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top