সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হাইওয়ে পুলিশের ঝিনাইদহ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের মাদারিপুর ফরিদপুর রিজিওনের সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন, আরাপপুর ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম সালেহ, প্রচার সম্পাদক শামিমূল ইসলাম শামিম, ঝিনাইদহ সদর থানার ওসি সেখ মোঃ সোহেল রানা এবং ঝিনাইদহ ট্রাক মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
বক্তারা উপস্থিত জনগণের মতামতের ভিত্তিতে জেলার হাইওয়ে রাস্তা ও লোকাল রাস্তায় যানবহন চলাচলে দেশের প্রচলিত আইনের উপর বিভিন্ন দিক নির্দেশনা দেন।