হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, নাজমুল হুদা তুষার, জাহিদুল ইসলাম বাবু মিয়া, কামাল হোসেন,
বসির উদ্দীন, আবুল কালাম আজাদ, মনজুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এবং আমার বাড়ি আমার খামার কর্মকর্তা মাহফুজুল।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্নেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।