হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,উপজেলা আ,লীগের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন,উপজেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,পৌর মেয়র ফারুক হোসেন,হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু,আবুল কালাম আজাদ
,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু
,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ উদ্দীন সহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ই মার্চের ভাষণ,কবিতা আবৃতি,চিত্র চিত্র অংক,প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।