হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ, আত্মহত্যা, ইভটিজিং, মোবাইল প্রতারণা ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেন হরিণাকুণ্ডু থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনামুলক বক্তব্য রাখেন তিনি। এ সময় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ হরিণাকুন্ডু থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এসময় ওসি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ মেয়েদের বড় হওয়ার পথে সব থেকে বড় বাঁধা। অপ্রাপ্ত বয়সে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই সবাইকে বোঝাতে হবে। শিক্ষার্থীরা রাস্তাঘাটে চলার পথে কোনো বখাটে ছেলে কর্তৃক ইভটিজিংয়ের শিকার হলে এবং কোথাও এমন ঘটনার খবর পেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করার জন্যও জানান তিনি।