হরিনাকুণ্ডুতে বজ্রপাতে ছাগলসহ এক গৃহবধূর মৃত্যু

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে-

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মধুমালা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় মারা গেছে তাঁর সাথে থাকা দুটি ছাগলও।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মধুমালা ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়। এরকিছুক্ষণ পর থেকে ভারিবর্ষণ ও বজ্রপাত শুরু হয়। ভারিবর্ষণ ও বজ্রপাতের কারণে বাড়ির পাশে বাশঁ বাগানে বেঁধে রাখা ছাগল আনতে যান মধুমালা। বাঁশ বাগান থেকে ছাগল নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মধুমালা ও তার সাথে থাকা দুটি ছাগল মারা যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT