ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মান্নান নামে এক মানষিক ভারসাম্যহীন নাতির হাতুড়ির আঘাতে রুশিয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রুশিয়া বেগম একই উপজেলার বলরামপুর মাঠ পাড়া গ্রামের ফজলুর রহমানের মা এবং পাগল মান্নান ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, মান্নান বেশকিছু দিন ধরেই মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছে। গত চার দিন ধরে তার পাগলামীর পরিমাণ আরও বেড়ে যায়। যে কারণে সে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের একের পর এক আক্রমণ করে চলে। এমতাবস্থায় তার হাত থেকে বাঁচার জন্য পরিবারের সদস্যরা পালিয়ে বেড়ায়। বৃহস্পতিবার রাতে মান্নানের দাদী পাশের বাড়িতে ঘুমিয়ে ছিল। সেখান থেকে দাদীকে ফুসলিয়ে উঠিয়ে নিয়ে আসে মান্নান। তারপর তাকে হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে দেয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয়।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে লাশটি থানায় আনা হয়েছে। এসময় মান্নানকেও আটক করা হয়েছে।