ঝিনাইদহে সিও সংস্থার দুইদিন ব্যপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে দুইদিন ব্যপী সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নতুন নিয়োগ প্রাপ্ত জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও ফিল্ড অফিসারদের নিয়ে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিও সংস্থার প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাপলা ইসলাম ও সিও সংস্থার আইন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ টিপু সুলতান। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করে সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।শনিবার দু’দিন ব্যপী এই বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের পুরস্কৃত করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top